ও মন যে যা ভাবে সেই রূপ সে হয়।
রাম রহিম করিম কালা
এক আল্লা জগৎময় ॥

কুল্লে সাঁই মোহিত খোদা
আল জবানে কয় সে কথা
যার নাই আচার বিচার
বেদ পড়িয়ে গোল বাধায় ॥

আকার সাকার নাই নৈরাকার
একে অন্ত উদয় নির্জন ঘরে
রূপ নিহারে এক বিনে রে
কি তা দেখা যায় ॥

এক নেহারে থেক মন আমার
ভজো না রে দোন খোদার
লালন বলে একরূপ খেলে
ঘটে পটে সব জাগায় ॥



#LalonGeeti #LalonGiti #লালনগীতি