অনুরাগ নইলে কি সাধন হয়

 অনুরাগ নইলে কি সাধন হয় 
সে তো মুখের কথা নয় 

বনের পশু হনুমান
রাম বিনে তার নাই ধিয়ান
কৈট মনে মুদে নয়ন
অন্যরূপ না ফিরে চায় 

তার সাক্ষী দেখ চাতকেরে
তৃষ্ণায় জীবন যায় মরে
তবু অন্য বারি খায় না রে
থাকে মেঘের জল আশায় 

রামদাস মুচির ভক্তিতে
গঙ্গা এল চাম কেঠোতে
সে-রূপ সাধল কত মহতে
কেবল লালন কূলে কূলে রায় 


#LalonGeeti #LalonGiti #লালন গীতি #লালনগীতি
Views

একটি মন্তব্য পোস্ট করুন

জয় গুরু
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...