মানুষ লুকায় কোন শহরে।
এবার খুঁজি মানুষ
পাই নে তারে 

ব্রজ ছেড়ে করে এল
পূর্বাপরের খবর ছিল
নদে ছেড়ে কোথায় গেল
যে জানে সে বলো মোরে 

স্বরূপে এই রূপ দেখা
মন হয় চাঁদের আভা
তমনি মত দেখল কেবা
ক্ষণেক ক্ষণেক বারাম দেয় রে 

কেউ বলে তার নিজ রূপ ভজন
লয়ে নিজ দেশে গমন
মনে মনে ভাবে লালন
সেই নিজ দেশ বলি কারে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি