শূন্য ভরে ছিলেন যখন গুপ্ত জ্যোতির্ময়।
লা-শরিকালা কালুবালা
ছিলেন লুকায় 

রাগের ধুমায় কুওকারময়
সুখনার করে নৈরাকার হয়
আপনার রসে আপনি ভাসে
ডিম্বাকার দেখায় 

অন্ধকারে রতি দানে
ছিলেন সে-না পতির রূপ দর্পণে
হল সেই না পতির সঙ্গে গতি
নীরে পদ্মময় 

তার আগাগলি ডিম্ব ছোটে
চৌদ্দ ভুবন তাইরি পেটে
সিরাজ সাঁই কয় অবোধ লালন
এ ভেদ বুঝতে পারলে হয় 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি