পড় রে দায়েমী নামাজ এ দীন হল আখেরী ।
মাশুক রূপ হৃদয়ে রেখে, দেখ আশক বাতি জ্বেলে
কিবা সকাল কি বিকাল দায়েমীর নাই অবধারী 

ছালেকের বাহ্যপনা, মজ্জবী আশেক দেওয়ানা
আশকে দেল করে ফানা, মাশুক বই অন্যে জানে না
আশাঝুলি লয়ে সে না মাশুকের চরণ ভিখারী 

কেফায়া আইন যিন্নী, এহো ফরজ জাত নিশানী
দায়েমী ফরজ আদায়, যে করে তার নাই জেতের ভয়
জাত ইলাহী ভাবে সদায়, মিশায়ে জাতের নূরী 

আইনির অদেখা তরীক, দায়েমী বর্জোখ নিরিখ
সিরাজ সাঁইর হকের বচন, ভেবে কয় ফকির লালন
দায়েমী নামাজী যেজন, শমন তার আজ্ঞাকারী 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি