গােষ্ঠেতে চল হরি মুরারী
লয়ে গােধন গােষ্ঠের কানন
চল গােকুলবিহারী 

তুই আমাদের সঙ্গে যাবি
বনফল খেতে পাবি
আমরা মলে তুই বাঁচাবি
তাই তােরে সঙ্গে করি 

ওরে ও ভাই কেলে সােনা
চরণে নূপুর দেনা
মাথায় মােহন চূড়া নে না
ধড়া পর বংশীধারি 

যে ত্বরাবে এই ত্রিভুবন
সেই যাবে আজ গােষ্ঠের কানন
ঠিক রেখ মন উভয় চরণ
লালন ওই চরণে ভিখারী 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি