হায় একি কলের ঘরখানি বেঁধে
সদায় বিরাজ করে সাঁই আমার
দেখবি যদি সে কুদরতি
খবর কর দেল-দরিয়ার 

জলের জোড়া সকল সেই ঘরে
তার খুঁটির গোড়া শূনের উপরে
শূন্য ভরে সন্ধি করে
চার যুগে আছে অধর 

তিল পরিমাণ জায়গা বলা যায়
শত শত কুঠরি কোঠা তায়
ও তার নিচে-উপরে নয়টি দুয়ার
নয় তারে সাঁই দিচ্ছে বার 

ঘরের মালিক আছে বর্তমান একজন
তারে দেখলি নারে, দেখবি আর কখন
সিরাজ সাঁই কয় লালন তোমায়
বলব কি সাঁইয়ের কীর্তি আর 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি