দয়াল বন্ধু দয়াল বন্ধু ও
দয়া ধরিয়ে লও মোরে কোলে ।
কাকুতি মিনতি করিয়ে (ও)
তোমার হাছন রাজায় বলে ॥

তোমার লাগি দিনে রাইতে
মন প্রাণ জ্বলে ৷
পরদা দিয়া ঘরের মাঝে
কেন বইসে রইলে ॥

পরদা খুলিয়ে আইস একবার
দেখি চান্দ মুখ।
দেখিলে যাইবে আমার
আজীবনের দুখ ॥

কান্দে কান্দে হাছন রাজা
প্রেমের হুতাস হইয়া।
প্রেমের হুতাস ঠাণ্ডা কর
মোরে কোলে লইয়া ॥

হাছন রাজার মনের আশা
থাকতো চরণ তলে ।
ছাড়ব না ছাড়ব না তোমায়
কোলে তুলিয়া লইলে ॥