দিন গেল গিয়া কি চাইয়া রইলে।
কেন যে আসিলে ভবে,
আসিয়া কি কইলে।

হুস্ কর রে হাছন রাজা,
বেভুলে রইলে।
আপনে আপনার লাগি,
সকলি তুই থুইলে ॥

রিপুর বাসী হইয়া তুমি
আল্লার নাম না লইলে ॥
কি জোওয়াব দিবে গিয়া,
দুইদিন পরে মইলে।

শুনরে হাছন রাজা তুই,
কিসেতে কি কইলে।
ভব জঞ্জালে লিপ্ত হইয়া
বৃথা দিন গুয়াইলে ॥

হাছন রাজা প্রভুর বাক্য
শুনিয়ে কাম্পে ডরে।
নিজ গুণে ত্বরাইয়া লও
আল্লা গো আমারে ॥