দিন গেল গিয়া,
কি চাইয়ে রইলে।
দেহার মাঝে ঠাকুর চান্দ
তারে না ধইলে ॥

গেল গেল পাগলা মন তোর,
দিন গেল ভুলে ।
হুস করিয়া ঠাকুর চান্দরে
ধরিয়া লও কোলে ॥

কোলে লইয়া হার পরাও,
নানা জাতি ফুলে ৷
তামাসা দেখ তামাসা দেখ
হার পরাইয়া গলে ॥

চাইয়া থাক নিরবধি,
গাঁথিয়া তারে দিলে ।
এমন গাঁথা গাঁথো,
ছাড়বে না রে কোনো কালে ।

এমন গাঁথা গাঁথো দিলে,
হাছন রাজা বলে।
হাছন রাজার আল্লার দোহাই
ছাড়ব না মরিলে ॥