দিন ত গেল দিনের পন্থে
চাইয়ে রইলে কি ।
দিন গেলে কোথায় থাকব
বল গো সখী ॥

দিন গেল দিনের পন্থে,
কি করবে রে তুই অন্তে ।
পড়িয়া আছ ভ্রান্তে
দেখ না নাকি ।

বেভুলে পড়িয়া রইলে,
বৃথা কাজে দিন গুয়াইলে।
আল্লার নাম নাহি লইলে,
হইল রে তোর কি ॥

হাছন রাজায় আউলা হইয়ে
ডাকি তোমায় মউলা বলিয়ে
কোলে মোরে লও গো তুলিয়ে,
এগো চান্দ মুখী ॥

হাছন রাজা বেভুল হইয়ে,
দিন ত তোমার গেল গিয়ে।
কার দিকে আছ চাইয়ে
বুঝ না নাকি ॥