দয়াল বন্ধু ও দয়াধর
মুই অধমেরে।
কৃপা করিয়ে কর দয়া,
ডাকি হে তোমারে ॥

দয়াল নাম তোমার
সর্বলোকে কয়।
নিশ্চয় দয়াল তুমি
মোর মনে লয় ॥

দয়া করিয়ে ইব্রাহিমে
বাঁচাইলে আগ থাকিয়া ।
বাঁচাইলে বাঁচাইলে আগুন
গোলজার করিয়া ॥

ইউনুছ নবী বাঁচাইলে
মাছের পেট থাকিয়া।
কুয়া হইতে ইউছুফ নবী
লইলে উঠাইয়া ॥

সদয় যাহার প্রতি
হইলায় তুমি।
এত দয়া কর তারে
কি বলিমু আমি ॥

দয়াল তোমার নাম সংসারে
কে না জানে।
একবার দয়া ধরিয়া চাও
আমার পানে ॥

দিনে রাইতে আছি তোমার
দয়ার কাঙ্গাল হইয়া ।
এই দয়া কর মোরে
বাঁচাও দেখা দিয়া ॥

হাছন রাজায় ভিক্ষা চাহে
দেখা দেও মোরে।
এই ভিক্ষা চাহি সদা
দেখিতাম তোমারে ॥