চিরকালের দাস হইয়ে
মনিবের কাজ করি না রে।
কেমনে মোরে ভালবাসিবে,
আমি কি তায় বুঝি না রে ॥

হইয়ে চিরকালের দাস,
করি আমি অন্যের আশ ।
থাকি না ঠাকুরের পাশ,
ঠাকুরের কথা শুনি না রে ॥

আমারও দুষ্ট মতি,
কি হইবে আমার গতি।
ছাড়িয়া আমি নিজ পতি,
উপপতি ছাড়ি না রে ॥

হইছি আমি বুদ্ধিহারা,
লাগিয়াছে সংসারি বেরা।
দিনে দিনে হইছি সারা,
দেখিয়ে তো দেখি না রে ॥

ওরে ওরে হাছন রাজা,
কেন হইলে অবুঝা ।
অন্যের সাথে কর মজা,
ঠাকুরের পূজা করিস্ না রে ॥