ছাড়িলাম হাছনের নাও রে ।
হাছন রাজার নাও রে ॥
চলো চলো পবন ঘোড়া।
আরে বৈঠা ফালাইতে নারে ॥

হৈ হেঁইয়া – হেঁ - হেঁ- হেঁ—
সুখের মায়ায় করছিল পিরীত
নদীর কূলে বইয়া ।
এখন কেন ছাইড়া গেল
সায়রে ভাসাইয়া রে ॥

হৈ হেঁইয়া - হেঁ- হেঁ- হেঁ-
পিরীত রতন পিরীত যতন
পিরীত হইল জ্বালা।
পিরীত করা প্রাণে মরা
মন না জানিয়ারে ॥

হৈ হেঁইয়া - হেঁ - হেঁ হেঁ -
নায়ের থাইকা হাছন রাজা
বলে যে ডাকিয়া ।
পিরীত না করিও রে ভাই
মন না দেখিয়া রে ॥