ঘরের গিরি ঘরের গিরি রে
একবার আইস ঘর থাকি
হাছন রাজা তুষ্ট হউক
তোর চান্দ মুখ দেখি ॥

না জানি কপালে মোর,
কি দিয়াছে লিখি ।
না লইলাম তোমার সঙ্গ
ভবের কামে ঠেকি ॥

ঘরে থাকিয়া রঙ্গ কর
বাইরে থাকি দেখি।
সুন্দর বদন দেখিয়া,
বাইরে উকি বাকি ॥

আচানক রূপ তোর
আজব দুইটি আঁখি।
দেখা মাত্র প্রাণ যায়
বাঁচি না গো সখী ॥

আইস আইস প্রাণ বন্ধু
দিও না আর লুকি।
হাছন রাজায় বুঝিয়াছে
তোমার ফাঁকি ফুঁকি ॥