সোনা বন্ধের লাগিয়া,
হাছন রাজার প্রাণ গেল রে।
বন্ধু নাহি আইল রে ।

প্রাণ গেল প্রাণ গেল
হইল একি দায়।
দিনে রাইতে হাছন রাজায়
করে হায় হায় ॥

প্রেমানলে জ্বলিয়া মরি,
বন্ধু নাহি আয় ।
আমি যে জ্বলিয়া মরি
ফিরিয়া না চায়।

কাকুতি করি রে বন্ধু
দেখা দেও আমায় ৷
তোমার লাগিয়া এখনই
আমার প্রাণ যায় ॥

হাছন রাজায় বলে বন্ধু
কর তার উপায়।
প্রেম জ্বালা ঘুচাইয়া
রাখ রাঙ্গা পায় ॥