সোনা বন্ধের লাগিয়া
মনে লয় সব তেয়াগিয়া
তাঁর কাছেতে থাকি গিয়া ।
হাছন রাজা অভাগিয়া ॥

আর মনে এই মোর,
ছাড়িয়া বাড়িঘর।
দাস হইতাম তাঁহার ও
থাকতাম পদে লাগিয়া ॥

এই বাঞ্ছা পূর্ণ কর,
আমি তো নইরে পর।
নয়ন তুলিয়ে একবার হের।
প্রাণ বাঁচাও দেখা দিয়া ॥

হাছন রাজার এই আশা
চরণ তলে পাইতাম বাসা ।
ছাড়িয়ে আমি রামপাশা,
থাকতাম চরণ ধরিয়া ॥