হাছন রাজায় কয়,
নমাজ রোজা ছাইড়া দিছি
বেস্তে যাইবার ভয় ৷
নমাজ রোজা করলে বেস্তে
যাইবে রে নিশ্চয় ॥

পরের মন্দ ছাড়িয়াছি
দুজখেরি ডরে।
বেস্ত-দুজখ এরাফে প্রভু
নিওনা গো মোরে ॥

বন্ধু ছাড়িয়ে থাকব না গো
এই মনে কয় ।
চরণ ধরিয়ে থাকি আমি,
এই মনে লয় ॥

বন্ধু ছাড়িয়ে থাকতে নারি,
প্রাণে নাহি সয়।
তিলেক মাত্র না দেখিলে
মন প্রাণ দয় ॥

নাচে নাচে হাছন বাজা
দেখিয়ে জগতময় ।
পুরাও আকাঙ্ক্ষা তব
অঙ্গে করিয়ে লয় ॥