হাছন রাজায় কান্দে কান্দে রে,
আল্লাজির লাগিয়া।
স্বপনে দেখিলাম তাঁরে,
না দেখি জাগিয়া।

চন্দ্ৰ জিনি মুখখানি,
ঝল্‌মল্‌ ঝল্‌মল্‌ করে ।
দেখাইয়া নূরের বদন
মন চুরি করে রে ॥

নিশি ভাগে দেখিয়া গো রূপ,
হইলাম উদাসী ।
ভালবাসি গেল গো প্রাণ,
দেখিয়ে ভালবাসি রে ॥

হেরিয়া সে চন্দ্র বদন,
মন হইল চঞ্চল।
সদায় নয়নে দেখি,
ইহার কিবা কল রে ॥

স্বপনেতে প্রাণনাথ
এই কথা বলিল।
তোমার আমি আমার তুমি
এ বাক্য কহিল।

মমতা করিয়া বন্ধে
ভালও বাসিল ।
হৃদয় কমলে ভ্রমর
উড়িয়া বসিল ॥

হাছন রাজায় কান্দে ভ্রমর,
দেখা দেও আমারে।
ভ্রমর বলে পুষ্পে মোরে,
লেপটিয়া ধরে ॥

হাছন রাজায় নাচে এখন,
নয়রে ভ্রমর ভিন।
পুষ্পে ভ্রমর মিশিয়া,
না রইয়াছে চিন ॥