দেখিয়ে নূরি অঙ্গ, আর
দেখিয়ে ঝলমলা রঙ্গ ।
হাছন রাজা পাগল হইয়ে,
লইলরে তোমার সঙ্গ ॥

তোমার মত রূপের বাহার,
সংসারেতে আছে কাহার।
রূপটি তোমার কি চমৎকার,
আচানক তোর রঙ্গ ঢঙ্গ ॥

কি কব তোমার খুবী,
জিনিয়ে দেখী ইন্দ্ৰ দেবী ।
আরো জিনে শশী রবি, দেখিয়ে
ঠেকলাম প্রেম ফঙ্গ ॥

হাছন রাজা দেখিয়ে তোরে,
হায় হায়, হায় হায় করে।
প্রাণ যায় প্রাণ যায়.
আমিতো হইলাম সাঙ্গ ॥