দেখা দেও দেখা দেও বন্ধুরে
ভুবন মোহান।
দেখা দিলে থাকে হাছন রাজার জীবন রে ॥
দেখা দেও দেখা দেও বন্ধুরে ॥

দেখা দেও দেখা দেও বন্ধু,
হৃদয়ের চান।
দেখা দিলে বাঁচে তোমার
হাছনের প্রাণ রে ॥

প্রেমানলে জ্বলিয়া আমার
তনু ঝর ঝর।
এর নাকি প্রাণের বন্ধে
বাসে মোরে পর রে ॥

কাকুতি করিয়ে ডাকি
আইস বন্ধু কোলে ।
গাঁথিয়া রেখেছি হার
পরাইব তোর গলে রে ॥

ঘরখানি সাজাইয়ে আছি
কত রঙ্গ দিয়া ।
পবিত্র করিয়াছি ঘর
গোলাব ছিটাইয়া রে ॥

হাছন রাজার মনের আশা
পুরাও দেখা দিয়া।
তোমার লাগি হাছন রাজার
প্রাণ যায় জ্বলিয়া রে ॥