তুই ঠাকুরের কাঙ্গালী আমি ।
মাও চাইনা বাপও চাইনা
কেবল চাই তুমি ॥

আমার ঘরে থাকিয়া ঠাকুর,
করিলে বদনামী ।
লোকে বলে হাঐয়া ঠাকুর
জিবাই বেটীর স্বামী ॥

তুই ঠাকুরের প্রেম করিয়া
কলঙ্ক রহিল ৷
এই বলিয়া হাছন জানে,
আঞ্জা করিয়া ধইল ॥

আঞ্জা করিয়া ধরিয়া বলে,
ছাড়বনা রে আর ।
আর কি ছাড়িয়া দিব তোরে,
তুমি যে আমার ॥

এক নাম হাঐয়া ঠাকুর,
আর এক নাম হাছন ।
তুমি গেলে হাছন জানের,
নাই যে বাঁচন ॥

এই বলিয়া হাছন জানে
ধইল গিয়া গলে ৷
হাছন রাজা হাছন জানরে
ধরিয়া লইল কোলে।

দুই জনা মিলন হইল
ভৈশালেরি শালে ।
হাছন জানে হার পরাইল,
হাছন রাজার গলে ॥