তুই মোরে কলঙ্কিনী কইলে গো,
ভবজানের মা
তুই মোরে কলঙ্কিনী কইলে ॥

তোর মাইয়া ভবজানকে
কেন বিয়া দিলে গো
ভবজানের মা!
তুই মোরে কলঙ্কিনী কইলে।

ভবজানকে দেখিয়া তার
রূপেতে মজিয়া।
সব ছাড়িয়া রইলাম আমি,
তার দিকে চাইয়া ॥

তোর পুরি বিয়া করিয়া,
বঞ্চিত হইলাম প্রিয়া ।
হাছন রাজার দিন গেল
বৃথা কাজে গইয়া ॥

হাছন রাজায় ভক্তি করে
ভবজানের মার পাও।
শীঘ্র করি শাশুড়ী মাই,
ভবজানরে ছাড়াও ॥