ঘর বেঁধেছি কদম তলে
মনের মানুষ পাবো বলে ॥

আশা করে বাঁধলাম বাসা
ভালোবাসা পাবার ছলে
আমার আশার বাসা ভেঙে গেল
বুক ভাসে দুই নয়ন জলে ॥

অবোধ মনে প্রবোধ মানে না
ওরে মন যদি মেলে রে-
মনের মানুষ মেলে না।
আছে মানুষ নিগূম ঘরে
তিনজনা একযোগে চলে,
আমার তাপিত প্রাণে তৃপ্তি পাইতাম-
জ্ঞান দর্পণে রূপ দেখিলে
মনের মানুষ পাবো বলে ॥

মনের বনে লাগলে আগুন
গুসিয়া গুসিয়া জ্বলে
অধীন হালিম বলে পাইবা দেখা
পুইড়া দেহ খাঁ খাঁ হলে ॥


Song: Ghor Bedhechhi Kodom Tole
Singer: Doly Shaontoni
Lyrics & Tune: Shadhok Abdul Halim Boyati



I built a house under the steps
He says he will get people of heart.

I built a house with hope
Pretend to get love
My house of hope was broken
The chest floats in the water.

Ignorance does not mean wisdom
Oh, if your mind matches-
Mind people do not match.
There are people in corporate houses
The three walk together,
Satisfied in my heated soul-
If you see the form in the mirror of knowledge
He says he will get people of heart.

Fire in mind
Gusya Gusya burns
See under Halim
Puira body is real.