পিরীতের ধারা,
সে তো জানে না রে।
হাছন রাজা পিরীত করিয়ে,
হইছে কারাবারা ॥

যখন আমি প্রেম প্রিয়সী,
দেখায় তারাবারা।
দেখামাত্র হাছন রাজা,
হইয়ে যায় সারা।

আঁখি দুইটি ঝলমল করে,
আসমানে তারা ।
দেখিয়ে হাছন রাজায় নাচে,
হইয়ে প্রেমে মারা ॥

হাছন রাজা পিরীত করে
জিতে হইছে মরা।
কত মতে ধরতে চায়,
পারে না অধরা ॥