মরণ কথা স্মরণ হইল না
হাছন রাজা, তোর,
মরণ কথা স্মরণ হইল না ॥

যখনে মরিয়া যাইবায়,
মাটিতে হইব বাসা।
তখনে কোথায় রইব
রঙ্গের রামপাশা ॥

হাড় খাইব হাড়ুয়া পোকে,
মাড়ইল খাইব ঘুনে ।
পুণ্য পন্থা না চিনিলায়
যৌবনের গুমানে ॥

না রহিব ঘর বাড়ি
না রহিব সংসার।
না রহিব লক্ষণছিরি
নাম পরগণার ॥

কান্দিয়া হাছন রাজায় বলে,
আল্লা কর সার।
কি ভাবিয়া নাচ হাছন
শূন্যের মাঝার ॥