দয়া ধর রে দিলের নাথ
দয়া ধর।
(আরে) প্রেমের ছলে, হাছন রাজায়
কেন তুমি মার ।

আঘাত করিলে মোরে
প্রেমের শেল দিয়া।
বসিল প্রেমের শেল,
কলিজা ছেদিয়া ॥

গড়াগড়ি যায় রে হাছন
মাটিতে পড়িয়া ।
ছট ফট করে হাছন
আঘাত পাইয়া ॥

প্রাণ গেল প্রাণ গেল
বন্ধুয়ার দায় ।
মরণকালে হাছন রাজায়
চতুর্দিকে চায় ॥

আসবে বুঝি প্রাণ বন্ধু,
মরণ সময়ের কালে।
এই ভাবিয়ে হাছন রাজা
মাথাও তোলে ॥

আমি যে মরিয়া যাই,
এর নাই মোর দুঃখ।
এই সাধ মনে কেবল
দেখতাম চান্দমুখ ॥

হাছন রাজার কান্দন শুনিয়া,
আইল যে ঠাকুর।
হাছন রাজায় ভক্তি করে,
আর করে শুকুর ॥

বাসনা মোর পূর্ণ হইল,
নিরঞ্জন গোঁসাই।
তুমি বিনে অন্য কেউরে,
আমি নাহি চাই ॥

ফালদি উঠে হাছন রাজা,
প্রাণ বন্ধুরে দেখি।
আজীবনের লাগিয়া আমি,
হইলাম সুখী ॥

নাচে নাচে হাছন রাজা.
প্রাণ বন্ধুরে পাইয়া ।
রাখিল আহ্লাদের চান্দ
হৃদয়ে গাঁথিয়া ॥