বুঝবে, বুঝবে রে তোরা, মইলে ।
কি করিতে আসলে তোরা,
আসিয়া কি করিলে ॥

যত ইতি করিতেছ,
আপনার লাগিয়া থুইলে ।
ভবের কার্য্যে মত্ত হইয়া,
আল্লার নাম না লইলে ॥

স্বামীর সোহাগী তোরা,
কেন না হইলে।
বৃথা কেন সংসারি কাজে,
মজিয়া রহিলে ॥

হাছন রাজা, কেনরে তুই
বুদ্ধি হারা হইলে
দু'জাহানে তুই
কুলটা হইলে ॥