বন্ধের রূপ দেখরে, নিরখিয়া,
দিলালপুরে বসিয়াছে
প্রাণ বন্ধু প্রিয়া ॥

দিলালপুরে দিল্লীর শহর,
তাতে বাদশার ভক্ত।
এরে না দেখিল যেই,
নিতান্ত কমবক্ত ॥

প্রেমের বাতি জ্বালাইয়া
দেখ বন্ধের মুখ !
চান্দমুখ দেখিলে যাবে
আজীবনের দুঃখ ॥

চান্দমুখ দেখিল যেই,
গেল দুঃখ গম
সাফল্য হইল তারি,
এই যে জনম ॥

হাছন রাজায় বন্ধের রূপ,
স্বপনে দেখিয়া।
নাচে নাচে হাছন রাজা,
আনন্দিত হইয়া ॥

আলাপ করিল বন্ধে,
সাক্ষাৎ আমার।
আমার সঙ্গে কইল বন্ধে,
ভাল ব্যবহার ॥

আমি তোমার, তুমি আমার,
বন্ধে যে বলিয়া
অন্তরে সামাইয়া বইসে
আনন্দিত হইয়া ॥

নাচে কাঁদে হাছন রাজা,
বন্ধু কোলে লইয়া।
রাখিয়াছি জীগরে বন্ধুরে,
না দিব নামাইয়া ॥