ঠাকুর আও, আওরে আও,
আমার কোলে আও,
আমার কোলে।
কাকুতি করিয়া ডাকে তোমার
হাছন রাজা কাঙ্গালে ॥

ধনের কাঙ্গাল নই রে ঠাকুর,
দুনিয়ার কাঙ্গাল নই ।
অন্যের কাঙ্গাল নই রোকুর,
তোমার কাঙ্গাল হই।

না চাই ধন, না চাই জন,
না চাই সংসার।
মনে চাহে সদাই দেখি,
তোমার দিদার ॥

আইস, আইস ওরে ঠাকুর
দেখি তোর দিদার।
দেখাইয়া শান্ত কর
চান্দ মুখ তোমার ।

এখন যদি না আও ঠাকুর,
আমি এই করিব।
গলে ছুরি দিয়া তোমার
হাছন রাজা মরিব ॥