ওবা মুর্শিদ আল্লাজি
ওবা হাদি আল্লাজি,
আমারে ভাসাইলায় আল্লা
ভব সিন্ধু নীরে।
পঞ্চিতে না পারি আমি
তিলেক মাত্র তীরে ॥

ভব সিন্দুর চাকে আমি,
ঘুরিয়া ঘুরিয়া ফিরি।
উঠিবার শক্তি নাই
কেমনে কি যে করি ॥

এমন শঙ্কট চাক,
উঠা নাহি যায় ।
হাদি আল্লা করিয়া দেও
তাহার উপায় ॥

হাছন রাজা বলে মুর্শিদ
কর তার উপায় ।
ভব সিন্ধু উদ্ধারিয়া,
রাখ রাঙ্গা পায় ॥