কলে হাসে কলে মাতে,
কলে করে কারখানা।
মন রে তুই হইলে ফানা।
কলের মালিক দেখিয়া হইল,
হাছন রাজা মস্তানা ॥

রঙ্গে রঙ্গে কল বসাইয়া,
করতেছে কলে খেলা।
সুজন যারা বুঝবে তারা,
জ্ঞানীদের আছে জানা ॥

চক্ষে দেখে, কানে শুনে
নাকে বাস পায় ৷
মুখে দেখ রঙ্গ বিরঙ্গে
গাইতেছে কলে গানা ॥

উন্দা কল, আনন্দ কল,
হৃদয় কলে মারিয়ে তালা ।
দম কলেতে সোওয়ার হইয়ে
করতেছে কলে গানা।

কল কারিগর আইস হাছন
রাজার তো জানা চিনা।
আইস বন্ধু বইস কাছে
কেন কর টানামানা ॥

কারিগরের রূপ দেখিয়ে,
হাছন রাজা দেওয়ানা।
প্রেমের নাচন নাচে হাছন,
শুনে না কারো মানা ॥