কিসের বাড়ি কিসের ঘর রে
কিসের জমিদারি।
সঙ্গে সঙ্গীরা কেহই নাই তোর
কেবল একাশ্বরী ॥

ঐ যে তোমার ধনজন
সুন্দর সুন্দর স্ত্রী।
কেহ নি যাইবে সঙ্গে
যমে নিতে ধরি ॥

কিসের আশা, কিসের বাসা,
কিসের লক্ষণছিরি ।
(আরে) কিছুই কিছুই নয় রে,
সকলি গৌর হরি ॥

শুনরে হাছন আমার বচন,
তুমি যে আমারি ।
ভবের মায়া ছাড়িয়ে সদায়
থাক চরণ ধরি ॥

হাছন রাজায় প্রভুয়ে বুঝায়
হস্তের মধ্যে ধরি ।
তোমার আমার এমনি বন্ধন
ছাড়াইতে না পারি ॥