কামাই কৈলে জামাই পাইবায় ভাল
গো সুন্দরী নাতিন ।
কামাই কৈলে জামাই পাইবায় ভাল।
সোনা জামাই বুছা দিব,
তোমার রাঙ্গা গালে গো ॥

ভাল করিয়া কর কামাই,
দিন আর রাইত।
রাত্রির মাঝে বিছানায় 
না হইও কাইত ॥

নিজ নাম ধরিয়া জামাইর,
ডাক দিলে জানে।
অবশ্য আসিব জামাই
শুনিলে করণে।

হাছন রাজায় বলে জামাই,
আছে গো অন্তরে।
একমনে না ডাকিলে,
আইসে না মন্তরে।

ডাক ডাক হাছন জান গো,
একমন হইয়া ।
তখনি তোর প্রাণের জামাই
কোলে লইব আইয়া ॥