ও জান বাইর হইল
যাইব বন্ধের বাড়ির
জান বাহির হইলে রে ॥

হাছন রাজার জান যাইবে
আল্লার কাছে উড়ি।
নমাজীরা বেহেস্তে পড়ি
যাইবা গড়াগড়ি ॥

দুনিয়াদারের জানিবায়
দুজখে বসতি ।
দিনে রাইতে দুনিয়ার লাগি
যার আছে মতি ॥

নমাজ রোজা নাহি করে,
দুনিয়ার মায়া নাই ।
নিশ্চয় জানিও তার
এরাফেতে ঠাঁই ॥

আশিক লোকের জান থাকবে
আল্লার আরশের তলে
নাচিয়া নাচিয়, আশিক হাছন রাজায়
গান বলে ॥