একদিন তোর হইবে মরণ রে
হাছন রাজা
একদিন তোর হইবে মরণ।

মায়াজালে বেড়িয়া মরণ,
না হইল স্মরণ রে,
হাছন রাজ।
একদিন তোর হইবে মরণ ॥

যমের দূতে আসিয়া তোমায়,
হাতে দিবে দড়ি ।
টানিয়া টানিয়া লইয়া যাবে,
যমেরও পুরী রে ॥

সে সময় কোথায় রইব
(তোমার) সুন্দর সুন্দর স্ত্রী।
কোথায় রইব রামপাশা,
কোথায় লক্ষণছিরি রে ॥

করবায় নিরে হাছন রাজা
রামপাশায় জমিদারি -
করবায় নি কাপনা নদীর
পারে ঘুরাঘুরি রে 

আর যাইবায় নিরে হাছন রাজা,
রাজাগঞ্জ দিয়া।
করবায় নিরে হাছন রাজা
দেখে দেখে বিয়া রে 

ছাড় ছাড় হাছন রাজা,
এ সবের আশা
প্রাণ বন্ধের চরণতলে,
কর গিয়া বাসা রে 

গুরুর উপদেশ শুনিয়া,
হাছন রাজায় কয় ।
সব তেয়াগিলাম আমি
দেও পদাশ্রয় রে