আমি যাইমুরে যাইমুরে
আল্লার সঙ্গে।
হাছন রাজায় আল্লা বিনে
কিছু নাহি মাঙ্গে 

আল্লার রূপ দেখিয়ে হাছন বাজা,
হইয়াছে ফানা
নাচিয়ে নাচিয়ে হাছন রাজায়
গাইতেছে গানা 

আল্লার রূপ, আল্লার রঙ্গ,
আল্লারও ছবি।
নূরের বদন আল্লার,
কি কব তা খুবি 

হাছন রাজা দিলের চক্ষে
আল্লাকে দেখিয়া ৷
নাচে নাচে হাছন রাজা
প্রেমে মাতয়াল হইয়া 

উন্মাদ হইয়া নাচে,
দেখিয়া আল্লার ভঙ্গি।
হুশ মুশ কিছু নাহি
হইছে আল্লার সঙ্গী 

আদম ছুরত আল্লার
জানিবায় বেসক।
খলকা আদমা আলা
ছুরতেহি হক 

রূপের ভঙ্গি দেখিয়ে হাছন
হইছে ফানা ।
শুনে নারে হাছন রাজায়,
মুল্লা মুন্সির মানা