আমি ধরিতে না পারি গো তাবে,
চিনিতে না পারি গো তারে
কে বে সামাইল আমার ঘরে ॥

ধরতে গেলে পান না তারে
লড়ে আর চড়ে
আন্ধাইর গুন্দাইর ঘরের মাঝে
হুড়হুভ গুড়গুড় করে ॥

কত রঙ্গে ঢঙ্গে সে যে
বঙ্গে খেলা করে
বাজিকরের বাজির মত
খেলে তরে তরে ॥

জাতিয়া জুতিয়া ধইলাম আমি
দেখিতাম তারে ।
দেখতে দেখতে দেখি ধরছি
হাছন রাজারে ॥

হাছন জানে বলে আমি
থাকিতাম হুজুরে ।
যেইখানে যাও তুমি
সঙ্গে নেও আমারে ॥