আমি ছাড়ব না ঠাকুর চান্দকে মইলে গো প্রাণসই ।
সই এগো ছাড়বো না ঠাকুব চান্দকে মইলে ।
কি হইব তোদের কইলে গো প্রাণ সই ।
আমি ছাড়ব না ঠাকুর চান্দকে মইলে ।
ছাড়াইতে চাহিলে পুড়ি মরিমু অনলে ।
ছাড়ব না, ছাড়ব না আমি, তুলি লইছি কোলে,
গো প্ৰাণ সই ॥

(আর) হৃদয়ে রাখিয়াছি তারে আহ্লাদ করিয়া,
বাঁচবনা না, বাঁচবন না আমি, তাহারে ছাড়িয়া গো প্রাণসই ৷
তোরা যে বল গো সই ছাড়িতাম তারে ।
ছাড়িতে পারবোনা তোৱা আগে মার মোরে গো ॥

হাছন রাজায় বলে ধরছি জীবনে মরণে ।
ছাড়ব না ছাড়ব না তারে, মারিলে পরাণে
গো প্ৰাণ সই ॥