আমি বান্দার কি লেখলায় নছিবে রে,
হায়রে নাথ
আমি বান্দার কি লেখলায় নছিবে রে ।
দূরে পড়িয়া থাকানি মোর নছিবের ঘুচিবে রে ॥

আছিলাম তোমার দ্বারি,
নছিবে মোর কইল পরী ।
তোমার লাগি দিনে রাইতে ঝুরি রে ॥

দিবা নিশি ঝুরিয়া মরি,
ছাড়িয়া কি আর থাকতে পারি ।
আবার মনে দাসত্ব যে করি রে ॥

ভুলিতে না পারি তোরে,
মন আমার কি যে করে ।
আকাঙ্ক্ষা মোর থাকি তোর হুজুরে রে ॥

যে জনে দেখিয়াছে তোরে,
সে কি ভুলিয়ে থাকতে পাবে
চান্দ মুখ কি পাসরে রে ॥

পুরা মোর মনের আশা,
চঞ্চলে দিয়ে বাসা
কাঙ্গালেরে রাখ চরণ তলে রে ॥

হাছন রাজা আশিক বলে
চরণ ছায়ায় না রাখিলে ।
(আরে) পড়িয়া মরমু তোমার দোয়ারে রে ॥