আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী  কত অমৃতরস
উথলি যায় অনন্ত গগনে ৷৷

পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া,
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে ৷৷

বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থনিমগন কী কারণে?
চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে ৷৷

#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত  #গীতাঞ্জলী