এখনো তারে চোখে দেখি নি,
শুধু বাঁশি শুনেছি—
মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি ৷৷

শুনেছি মুরতি কালো,
তারে না দেখা ভালো,
সখী, বলো আমি জল আনিতে
যমুনায় যাব কি ৷৷

শুধু স্বপনে এসেছিল সে,
নয়নকোণে হেসেছিল সে।
সে অবধি, সই, ভয়ে ভয়ে রই—
আঁখি মেলিতে ভেবে সারা হই 
কাননপথে যে খুশি সে যায়,
কদমতলে যে খুশি সে চায়—
সখী, বলো আমি আঁখি তুলে
কারো পানে চাব কি ৷৷

#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত  #গীতাঞ্জলী