প্রমোদে ঢালিয়া দিনু মন,  তবু  প্রাণ কেন কাঁদে রে 
চারি দিকে হাসিরাশি,  তবু  প্রাণ কেন কাঁদে রে ৷৷

আন্ সখী, বীণা আন্,  প্রাণ খুলে কর্ গান,
নাচ্ সবে মিলে ঘিরি ঘিরি ঘিরিয়ে—
তবু  প্রাণ কেন কাঁদে রে ৷৷

বীণা তবে রেখে দে,  গান আর গাস নে–
কেমনে যাবে বেদনা 
কাননে কাটাই রাতি,  তুলি ফুল মালা গাঁথি,
জোছনা কেমন ফুটেছে—
তবু  প্রাণ কেন কাঁদে রে ৷৷

#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত  #গীতাঞ্জলী