আইল রে, আইল রে বন্ধু,
কোলে আইল রে
আরে চান্দমুখ দেখিয়া হাছন রাজা
পাগল হইল রে ॥

তারা জিনি দুইটি আঁখি,
সূর্য জিনি অঙ্গ ।
হাছন রাজা দেখিয়ে বলে
ছাড়ব না তোর সঙ্গ রে ॥

নুরেরি পুতলা বন্ধু,
দিনে পূর্ণ শশী ।
দেখা মাত্র হাছন রাজা,
হইল উদাসী রে ॥

কি কব রূপের শোভা
ঝল্‌মল্‌ ঝল্‌মল্‌ করে ।
চাইতে, চাইতে রূপে
কত রং ধরে রে ॥

দেখিয়া রূপের বাহার,
আঞ্জা করিয়া ধরে ।
হাছন রাজা বলে আর কি
ছাড়িয়া দিব তোরে ॥

হাছন রাজা কোলে লইয়া;
বুচা দেয় গালে ।
প্রেম তরঙ্গে হাছন রাজা,
নাচে ফালে ফালে রে ॥

ফালায় ফালায় হাছন রাজা
আর দেয় লম্ফ ।
দেশের লোকের সকলেরই,
দেখিয়া উঠিল কম্প রে ॥

হাছন রাজার ফাল দেখিয়া
লোকের হইল ভয় ।
পাগল হাছন রাজা বলিয়া
সর্বলোকে কয় ॥

হাছন রাজা প্রাণ বন্ধুরে
কোলে লইয়াছে ।
নাচিব আজীবন ভরিয়া,
যতদিন বাঁচি রে ॥

হাছন রাজা বন্ধু ছাড়া
থাকবই নারে আর
মনের জিঞ্জির দিয়া বান্ধছে,
চরণে তাহার রে ॥