চাইনা তোমার সুখের নদী
কষ্টে যাবে শুকাইয়া
লুকাইয়া লুকাইয়া।
আমি তোমার লাগি কাঁন্দিরে বন্ধু
লুকাইয়া লুকাইয়া।

আনন্দিত দিন রজনী
হৃদয়ে করুণ বিলাপ
তোমার আমার সব কথা আর
পিরিতের স্মৃতি আলাপ।
টানাপোঁড়ায় নাইরে কি লাভ
বিনামূল্যে বিকাইয়া।
লুকাইয়া লুকাইয়া...

জাননা তোমার বিহনে
জ্বালা পোঁড়ায় কত সুর
গইয়া গইয়া আগুন জ্বলে
মনের মানুষ রইলা দূর।
তোমার ঐ নেশাখোর
বানাইছো রূপ দেখাইয়া।

শ্রেষ্ঠ তুমি বান মারিতে
বুক বান্দিয়া পাষাণে
ব্রাম্মণ হইয়া চাঁন্দ ধরিতে
যায়না পাগল হাসানে।
শান্তি পাইনা তুমি বীনে
বিরনে সুর মাখাইয়া।
Song: Sukher Nodi
Singer: Pagol Hasan
Lyrics & Tune: Pagol Hasan