আপনজনা হয় যার বৈরী
ভিন্ন বাসে আড়ি পরি
ভায়ে'র নায়ে সমাজে'র লোক
ভাসাও আমার বুক ।
আষাঢ় মাইসা ভাসা পানি'রে
ভাসাও আমার বুক ॥

এই আষাঢ়ে বাপের বাড়ি
লইয়া যাও কতো নাইওরি
আরো যতো'র চোখ জ্বলে জ্বলুক ।
ওরে পানি কই'না জ্বালা
অভাগীরে পায়না ভালা
অবলার পইতে পইতে দুখ ॥

এই আষাঢ়ে মনো রসে
খুব জ্বালা তুমার পরশে
সেই বসে গতর ঢলে ঢলুক ।
ওরে পানি ফুঁসবে জানি
বিচিত্র এক ডাঙ্গার প্রাণী
মায় দেখতে পায় না জিয়ের মুখ ॥

এই আষাঢ়ে এই পর্যন্ত
মরম জ্বালার নাইরে অন্ত
অনন্ত আষাঢ় চলে চলুক ।
ওরে পানি যাও দেখিয়া
ভাটি'র বিরহ লেখিয়া
পাগল হাসানের কপালে এই সুখ ॥



Song: Aponjona Hoy Jar Boiri
Singer, Tune, Lyrics: Pagol Hasan