আগুন ছেঁদি খুন রে বন্ধু
যে আগুল লাগছে আমার মনে।
বেহায়া হইলাম রে বন্ধু
প্রেম কইরা তোর সনে ॥
বন্ধু আগুন আর্তনাত
তোর লাগিয়া কাঁনতে কঁনতে
মিটে না’রে সাধ।
নিজের জীবন কইরা বরবাদ
তোরে পুষি যতনে ॥
বন্ধু দুঃখ নাই আমার
সোনার দেহ কইরা কালা
কলিজা আঙ্গার।
পুড়া বুকে সব হাহাকার
পুড়ায় নিত্য পবনে ॥
বন্ধু ভাঙ্গো আমার বুক
অভাগা পাগল হাসানের
তোমার সুখেই সুখ।
তোমার মুখেই হাসি ফুটুক
আমি ভাসি শ্রাবণে ॥
Song: Behaya Hoilam Re Bondhu
Lyrics, Tune, Singer: Pagol Hasan
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...