আর কে আছে তুমি বিনে
কওরে প্রাণনাথ
এক পরাণে রাইতে দিনে
সইনারে আঘাত ॥

পর করে ঘরের মানুষ
কইরা ঘরের বার
তুমি কাছে নেওনা যদি
সাধ্য আছে কার।
জানে না লোক তুমি বিমুখ
নাই আগের জাগাত ॥

প্রেমে পইড়া গেছি মইরা
মিটলো না তিরাস
না আসিয়া ভিন বাসিয়া
কইরো না নিরাশ।
ঘরে বাদী কাল ননদী
আছে ও লাগাত ॥

মানছি অদিনস্ত পাগল
হাসানের সব দোষ
কোন পরাণে ভিন্ন বাস
আমি তো মানুষ।
কার্য আমার ধার্য্য তোমার
করুণা মা’গা ॥


Song: Aghat
Lyrics, Tune, Singer: Pagol Hasan