যবে মারলা প্রেমের বান
যবে নিলা মন ও প্রাণ
বুঝতে পারছিলাম ব্যবহারে
গানের পাখি
জানতাম তুমি কান্দাইবা আমারে ॥
তুমার লাগি লোকে নিন্দে
আমি শোকে হাসি
মারলেও তুই সোনা বন্ধে
আর নয় বাসাবাসি
গলে ফাসি নিয়তি যাই করে ॥
পথের ধারে ফুল ফুটে
তাতে ও রয় গন্ধ
আদর কইরা বুকে লইয়া
লাগাও যতো দ্বন্দ্ব
ভালো মন্দ তুমার ভেদ বিচারে ॥
যতোই তুমি ভাঙ্গ গড়ো
ভাসাও অকুল জলে
জানে মাইরো মইরা যাইমু
পাগল হাসান বলে
প্রেম আনলে তিলে তিলে মারে ॥
Song: Premer Ban
Lyric, Tune, Singer: Pagol Hasan
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...