তাকওয়াত ও হিম্মত সমস্ত
লাগাইতাম লাগলে
আগলাইয়া রাখলাম নে বুকে
তুমার পাগলে ॥
পাগলী রে তুই পাগলের হৃদ
মাজারে আইলে
আগলাইয়া রাখলাম নে বুকে
তুমার পাগলে ॥
কাইন্দা কোন পাগলের লাগি
মাটিতে লুটাও
চাক্কা পিরিত কোন পাগলের
কপালে জুটাও ।
মুক্তা ঝরা হাসি ফুটাও
বনে জঙ্গলে
আগলাইয়া রাখলাম নে বুকে
তুমার পাগলে ॥
এই দুনিয়ার সবাই পাগল
যে রয় যার অধীন
আমার মতো পাগল তুমি
বাসবায় যদি ভীন ।
নয় টেকার বাগান খাইবো তিন
টেকার ছাগলে
আগলাইয়া রাখলাম নে বুকে
তুমার পাগলে ॥
সহায় সম্বলহীনা পাগল
হাসানের ব্যাধি
আর কয়টা দিন বাঁচতো পাইলে
রোগের ঔষধি ।
পাগলের দ্বায় পাগলীর যদি
হৃদয় টা গলে
আগলাইয়া রাখলাম নে বুকে
তুমার পাগলে ॥
Song: Pagli
Lyric, Tune, Singer: Pagol Hasan
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...